পূর্ব শত্রুতা জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজুকে পিটিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) রাত ৮টার দিকে মহৎপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত শিক্ষকের বাবা মহৎপুর গ্রামের শেখ আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের বিশেষ ক্লাস শেষে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আমার ছেলে শেখ আরিফুজ্জামান রাজু বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহৎপুর এলাকার খান দিলদারের ছেলে খান ইসহাক আলী, খান ইসহাক আলীর ছেলে কবির হোসেন ও খান ইসহাক আলীর স্ত্রী সাবিরা খাতুন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লোহার রড ও হাতুরি দিয়ে মারপিট করে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *