প্রবীনদের নিয়ে বৃদ্ধাশ্রমে ভিডিবি’র পিঠা উৎসব

“পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন” স্লোগান নিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের বকচারা গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পিঠা উৎসব। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সাতক্ষীরা শাখার উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবটি প্রবীণদের জন্য ভালোবাসা এবং আনন্দের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
উৎসবে কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করা হয়। এসব পিঠার স্বাদ গ্রহণ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এই আয়োজন আমাদের জীবনে নতুন রঙ এনে দিয়েছে।
