সংস্কারের আগে জাতীয় নির্বাচন নয় : চরমোনাই পীর

দেশ সংস্কারের আগে জাতীয় নির্বাচন না দেয়ার দাবি জানিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আর সংস্কারের পর পিআর সিস্টেমে নির্বাচন না দেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তিনি। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি যুব আন্দোলনের ৫ম কনভেনশনে যোগ দিয়ে এসব দাবি জানান তিনি।


চরমোনাই পীর বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও খুনীদের বাংলার মানুষ আর দেখতে চায় না। তাই কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পিআর সিস্টেম নির্বাচন জরুরি। এ পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন না হলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

এই আন্দোলনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান কনভেনশনে উপস্থিত বক্তারা। এ সময় অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনাও করেন তারা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *