সীমান্তে জিরো লাইন বরাবর গাছে সার্চ লাইট বসিয়েছে বিএসএফ

সাতক্ষীরার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সাতক্ষীরার লক্ষীদাড়ী গ্রামের বিপরীতে ভারত সীমান্তের জিরো পয়েন্টে গাছে এসব লাইট বসানো হয়েছে। সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, লাইট লাগনোর সময় বাঁধা দিলেও কর্ণপাত করেনি বিএসএফ।

খোঁজ নিয়ে জানা যায়, সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় নির্দিষ্ট দূরত্ব অনুযায়ি গাছে এসব সার্চ লাইট বসিয়েছে বিএসএফ। রাতে যার আলো এসে পড়ে বাংলাদেশ সীমান্তে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, এর আগে এখানে কোন লাইট ছিল না। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে এসব লাইট লাগানো হয়। সাতক্ষীরা সীমান্তের লক্ষিদাড়ী গ্রাম বরাবর জিরো পয়েন্টের কাছে প্রায় দুই কিলোমিটার এলাকায় ২০-২৫ গজ অন্তর অন্তর ধাপে ধাপে বসানো হয়েছে লাইটগুলো। লাইট বসানোর সময় নিষেধ করলে তাতে কর্ণপাত করেনি বিএসএফ। উল্টো হুমকি দিয়েছে আমাদের। রাতে এসব লাইট জ্বালানোর পর সস্পূর্ন আলো এসে পড়ে বাংলাদেশের লক্ষীদাড়ী গ্রামের বসতবাড়ির উপর। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জ্বলে লাইটগুলো। এতে ক্ষুব্ধ বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। তাদের প্রশ্ন, ভারতের আলো বাংলাদেশে কেন?



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *