শ্যামনগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার শ্যামনগর উপজেলার পরানপুর বাজারের গঙ্গার মোড় থেকে তাকে আটক করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত সাগর কুমার মন্ডল শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের সুভাষ চন্দ্র মন্ডলের ছেলে।

ওসি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল পালিয়ে ছিলেন। কিন্তু ফেসবুকে তিনি সব সময় সরব ছিলেন। শুক্রবার রাতে পরানপুর বাজারের গঙ্গার মোড় এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনতা সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে। গাবুরার একটি বিস্ফোরক দ্রব্য, মারামারি ও চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *