ক্ষতিকর জেলী পুশের অভিযোগে

কালিগঞ্জে ১৩শ’ কেজি গলদা চিংড়ি বিনষ্ট

সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর জেলী পুশের অভিযোগে ১৩শ’ কেজি গলদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান এলাকা থেকে পিকআপ ভর্তি এ গলদা চিংড়ি জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ খুলনা বিভাগীয় পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার ভোররাতে আমিয়ান গ্রামে অবস্থিত ‘এসিআই লিংক এগ্রো লিমিটেড’ এর পাশে অবস্থান নেন। সকাল ৭টার দিকে একটি পিকআপ গলদা চিংড়ি নিয়ে এসিআই লিংক এগ্রো লিমিটেডে প্রবেশের পূর্ব মুহূর্তে সেটিতে তল্লাশী করে জেলী পুশকৃত ১৩শ’ কেজি গলদা জব্দ করেন তিনি। এ সময় কৌশলে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। পরবর্তীতে জনসম্মুখে পুশকৃত গলদা চিংড়ি ট্রলিতে পিষে ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্টকৃত গলদা চিংড়ির মূল্য ১২ লাখধিক টাকা বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মচারি সাবিনুর রহমান, সুমন কুমার ঢালী, মো. মনিরুজ্জামানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *