চৌগাছার পল্লী থেকে মেছবাঘ উদ্ধার

যশোরের চৌগাছার পল্লীতে একটি মেছবাঘ ধরা পড়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) মেছবাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বাঘটি ধরা পড়ে।

ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তরপুর গ্রামের আইনাল হোসেনের বাড়ি হতে প্রায় রাতেই হাঁস মুরগী ধরে একটি প্রাণী পালিয়ে যায়। বাড়িটি কপোতাক্ষ নদের ধারে কিছুটা মাঠের মধ্যে হওয়ায় তিনি শিয়াল ধরতে ফাঁদ পাতেন। বৃহস্পতিবার রাতে ওই ফাঁদে আটক হয় মেছবাঘটি। তার গর্জনে বাড়ি মালিকসহ সকল সদস্য ঘুম থেকে উঠে এসে মেছবাঘটি দেখতে পেয়ে চিৎকার দেয়।

এসময় গ্রামবাসি একত্রিত হয়ে অক্ষত অবস্থায় ফাঁদ থেকে বাঘটি উদ্ধার করে খাচাবন্দি করেন। শুক্রবার সকালে বনবিভাগকে খবর দিলে তারা মেছবাঘটি নিয়ে যান।

মেছবাঘটি বন বিভাগের কর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *