সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা কমিটির সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শেখ এহসানুল হাবিব অয়ন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের বকচরা মোড় এলাকার ইসমাইল মিষ্টি হাউস থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। মামলার নম্বর ৫০ (৯) ২০২৪। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *