পাটকেলঘাটায় জামায়াতের কর্মি সম্মেলন আজ: আসছেন সেক্রেটারি জেনারেল

দীর্ঘ একযুগের বেশি সময় পর পাটকেলঘাটায় জামায়াতের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে কর্মি সস্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে চারিদিকে সাজ-সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। পাটকেলঘাটা ফুটবল ময়দানে বিশাল প্যান্ডেল করা হয়েছে। চারিদিকে চলছে প্রচার প্রচারণা। নেতাকর্মিদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে চলছে প্রচার প্রচারণা। তালা উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী বলেন, সোমবার (২৭ জানুয়ারি) পাটকেলঘাটা ফুটবল ময়দানে তালা উপজেলা জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় মহিলা কর্মি সম্মেলন ও দুপুর ২টায় পুরুষ কর্মি সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্র্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (খুলনা জামায়াতে ইসলামী) মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডাঃ শেখ মাহমুদুল হক। সভাপতিত্ব করবেন, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মফিদুল্লাহ।
তালা উপজেলা জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুল হালিম জানান, দীর্ঘ ১৭বছর পর কোন কেন্দ্রীয নেতার উপস্থিতিতে কর্মি সস্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে জামায়াতসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
