বিশ্ব ব্যাংকের প্রতিনিধি টিমের মুরারীকাটি সেচ প্রকল্প পরিদর্শন

কলারোয়ার মুরারীকাটি সেচ প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের বিশেষ টিম।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা দেড়টার দিকে কলারোয়ার মুরারীকাটি সেচ প্রকল্প পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের বিশেষ টিম।
এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বিশেষ টিমের সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী ইমরান হোসেন, মুরারীকাটি ৭ নং ওয়ার্ড সেচপ্রকল্পের সভাপতি অধ্যাপক ইমামুল হক, সেক্রেটারী জি.এম সালাহউদ্দীন, মাস্টার আজিজুল ইসলাম প্রমুখ।

মুরারীকাটি ,কুমারনল,কাশিয়াডাঙ্গা,ঘরচালা,পাথরঘাটা বিলের বর্ষাকালের পানির জলাবদ্ধতার কারনে ইরিধান চাষ করা সম্ভব হয় না। যে কারনে প্রতি বছর স্থানীয় জনগন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করে ধান চাষের ব্যব্স্থা করেন।

যার ধারাবাহিকতায় এবছর মুরারীকাটি ৭ নং ওয়ার্ডের জলসেচ কমিটির উদ্যোগে প্রায় ২ মাস যাবৎ পাম্প চালিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম চলছে। এই জলাবদ্ধতা সমস্যা নিরসনের একটি স্থায়ী সমাধান করার জন্য আজ কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল উক্ত সেচ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং এর
একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *