সুন্দরবনে জবাই করা হরিণ ও ফাঁদ উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে জবাই করা অবস্থায় একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা। সোমবার(২৭ জানুয়ারি) সকালে মীরগাং টহল ফাঁড়ি থেকে প্রায় সাতশ গজ দূরে বনের মধ্যে হতে হরিণটি উদ্ধার করা হয়। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরা হরিণ শিকারী চক্রটি বনের মধ্যে পালিয়ে যায়।

উদ্ধারকৃত হরিণ আলামত হিসেবে আদালতে পাঠানোর পাশাপাশি এঘটনায় মীরগাং টহল ফাঁড়ির ওসি গোলাম কিবরিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২৭টি ফাঁদ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম জানান নিয়মিত টহলকালে চুনকুড়ি টহল ফাঁড়ির সদস্যরা বনের মধ্য থেকে জবাইকৃত অবস্থায় একটি হরিণ উদ্ধার করেন। শিকারী চক্রের সদস্যরা আগেভাগে পালিয়ে যাওয়ায় হরিণটি নিয়ে যেতে পারে নি। সোমবার দুপুরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে হরিণটি সাতক্ষীরা আদালত চত্ত্বরে মাটিতে পুঁতে নষ্ট করেছে।

এ ঘটনায় চারজনকে আসামী করে মামলা দায়ের হয়েছে বলে জানান সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *