যশোরে মদ্যপ অবস্থায় গুলিবিদ্ধ আ’লীগ নেতা হানিফ

যশোরে মধ্যরাতে মদ্যপ অবস্থায় পিস্তল নিয়ে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ নেতা হানিফ । বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া ইটভাটায় বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল তাকে গুলি করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল নিজ গাড়িতে করে হানিফকে জেনারেল হাসপাতালে আনেন । এরপর টুটুল জানান, হানিফকে যশোর নড়াইল সড়কের বিজলী পেট্রোল পাম্পের পাশে পড়ে থাকতে দেখে তিনি নিয়ে এসেছেন। পরে ওষুধ কেনার কথা বলে চেয়ারম্যান টুটুল পালিয়ে যান। এরপর থেকেই তিনি লাপাত্তা । তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। যা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, হাসপাতালেই মাতলামি শুরু করেন গুলিবিদ্ধ হানিফ। খবর পেয়ে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে যান। কোথায় ও কারা গুলি করেছে তা হানিফকে জিজ্ঞাসা করলে তিনি একেক সময় একেক রকম তথ্য দিচ্ছেন। পরে রাত দেড়টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। হানিফ শহরের লোন অফিসপাড়ার রুস্তম আলীর ছেলে। ফতেপুরের দাইতলায় জমি কিনে সেখানে হানিফ বসবাস করেন। পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরা ইটভাটায় ওই রাতে চেয়ারম্যান টুটুলের পার্টি চলছিল। সেখানে মদ্যপ অবস্থায় টুটুলের পিস্তল থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানতে পেরেছেন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সাইফুর রহমান বলেন, গুলিবিদ্ধ হানিফকে যখন আনা হয়, তখন তিনি ঘোরের মধ্যে ছিলেন। তার পেটের ডানপাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হানিফ মধ্যপ অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উল্টাপাল্টা তথ্য দিচ্ছেলেন । কে গুলি করেছে বা কেনই বা গুলি করেছে, সে বিষয় এখনো অস্পষ্ট। তবে কার পিস্তল থেকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সেটা স্থানীয়রা জানিয়েছে। তারা তদন্ত শুরু করেছেন বলে জানান।

অপর একটি সূত্র জানায়, হানিফ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। যশোরের আলোচিত যুবলীগ নেতা ফন্টু চাকলাদারের ঘনিষ্ট বন্ধু। হানিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকবার জেলও খেটেছেন তিনি। এছাড়া তিনি বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সড়ক দূর্ঘটনায় নিহত নাজমুল ইসলাম কাজলের ভাই জামদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলের সহযোগী।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *