জনপ্রিয় ক্রীড়া সাংবাদিকের ইসলাম ধর্ম গ্রহণ

জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহি মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদে খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

শাহাদাহ পাঠের আগে দেব চৌধুরী বলেন, আমি নিজ উদ্যাগে মুসলিম হচ্ছি আজ। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে ৩ টা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে!

শাহাদাহ পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *