দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে মায়ের স্বীকারোক্তি

সাতক্ষীরার কালীগঞ্জে স্বামী ও স্ত্রীর বিরোধে দুই শিশু সন্তানকে বিষ দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত মা আঞ্জুয়ারা রত্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরার আমলী আদালত-৮ এর বিচারক মোঃ সালাহউদ্দিনের কাছে তিনি ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এর আগে রোববার দুপুর দুইটার দিকে রত্নাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আঞ্জুয়ারা রত্না (২২) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কালিকাপুর গ্রামের শেখ মাহামুদুল হাসান ক্বারীর স্ত্রী। মাহামুদুল হাসান ক্বারীর ছেলে আরিয়ান আবরার (৬ মাস) ও মাহির আরবার (৬ বছর)।

নিহত দুই শিশুর দাদা আব্দুল আজিজ শেখ হান্নান জানান, তার ছেলে মাহামুদুল হাসান দিনমজুরের কাজ করতো। প্রায় ৯ বছর আগে আঞ্জুয়ারা রত্নার সাথে তার ছেলের বিয়ে হয়। অভাবের সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মাঝে বিরোধ হতো। এক পর্যায়ে গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন হাসানের স্ত্রী রত্না বেগম। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে কীটনাশকের গন্ধ পেয়ে রত্নাকে ভিতর থেকে আটকানো দরজা খুলতে বলেন তিনি। তবে দীর্ঘক্ষণ কোন সাড়া না শৌচাগারের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে খাটের উপর আরিয়ান আবরার ও মাহির আবরারসহ তাদের মাকে সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গ্রেলে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জিয়াউর রহমান আরিয়ান ও ঘোষণা করেন। রত্নার অবস্থা আশঙ্কাজনক হয় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় আব্দুল আজিজ শেখ বাদি হয়ে ৩০ শে জানুয়ারি আঞ্জয়ারা রত্নার নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *