সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০১৮ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস। ওই বছর সব শ্রেণিপেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।

সেই ধারাবাহিকতায় ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’ স্লোগানে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উপলক্ষ সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

নিরাপদ খাদ্য অধিদপ্তর সাতক্ষীরার জেলা কর্মকর্তা দীপঙ্কর দত্তের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক আসাদুল হক পারভেজ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক মো. আরাফাত হোসেন, সদস্য সচিব নাজমুল হোসেন রনি, মুখপাত্র মোহিনী পারভিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও কোম্পানি প্রতিনিধিবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *