মোংলায় আ.লীগ-বিএনপি হামলা-পাল্টা হামলায় আহত ৮

মোংলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় পৌর শহরের মিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। তিনি বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কারো কোন অভিযোগ পাওয়া যায়নি।

হামলায় বিএনপির আহতরা হলেন- জসিম, মাহাবুব, লিটন, দিলরুবা ও আওয়ামী লীগের শহিদুল মোল্লা, নাঈম মোল্লা, সাদ্দাম মোল্লা এবং পারভীন। আহতদের মধ্যে বিএনপির ৪জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আওয়ামী লীগের আহতরা বাড়ীতে রয়েছেন।

এদিকে আহত বিএনপির কর্মীরা বলছেন, আওয়ামী লীগের নেতা শহীদুলের বাড়ীতে গোপন মিটিং হচ্ছিল, সেখানে গেলে তারা আমাদের উপর হামলা করেন। আর আওয়ামী লীগের আহতরা বলেন, বিএনপির লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালান।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদী হাসান বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে গুরুতর কোন রোগী নাই।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *