কেশবপুরে লিফলেট বিতরণকালে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দু’কর্মী আটক

যশোরের কেশবপুর উপজেলা পল্লীর বাজারে দলীয় লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া বাজারে তারা লিফলেট বিতরণ করছিলেন।

আটককৃতরা হলো, বাঁশবাড়িয়া গ্রামের রশিদ মোড়লের ছেলে ছাত্রলীগ কর্মী সুজন হোসেন (২৩) ও একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে ও আওয়ামী লীগ কর্মী আলী হোসেন (৪২)। চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায় বলে ক্যাম্প ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি জানান, এদিন রাত ১০ টার দিকে ৮/১০ জনের একদল ব্যক্তি বাঁশবাড়িয়া বাজারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ শিরোনামে লিফলেট বিতরণ করছিলেন। এ খবর জানতে পেরে চিংড়া ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুজন ও আলী হোসেনকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *