বুধহাটা বাজার থেকে দ্বিতীয় দফায় আরো ৯ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরায় বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান মেয়াদউত্তীর্ণ ও ভেজালযুক্ত সার জব্দ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে ৯ হাজার বস্তা মেয়াদউত্তীর্ণ ও ভেজালযুক্ত সার জব্দ করা হয়। এসময় দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অসাধু ব্যবসায়ী কর্তৃক মেয়াদউত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি করছে। অধিক মুনাফা লাভের আশায় তাদের গোডাউনে বিপুল পরিমান সার মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে মেয়াদউত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি বন্ধের লক্ষ্যে বুধবার দুপুরে দ্বিতীয় দফায় আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা এক ঘন্টা অভিযান পরিচালনাকালে বুধহাটা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের মালিকানাধীন ‘‘মেসার্স গাজী ট্রেডার্স’’ নমের প্রতিষ্ঠাস থেকে মেয়াদউত্তীর্ণ ও ভেজালযুক্ত ৯ হজার বস্তা সার জব্দ করে টাস্কফোর্সের সদস্যরা। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা ।
