হত্যা মামলায় সাতক্ষীরায় কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ড. শিহাবউদ্দিন (৫৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের মৃত নেয়ামুদ্দীন গাজীর ছিলে।
তিনি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে তিনি আর কলেজে যান না।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপনগরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
