কুকুরের ভয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়ায় কুকুরের ভয়ে পানিতে ডুবে মারুফ নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কলারোয়া উপজেলার পিছলাপোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ পিছলাপোল গ্রামের আঃ সালামের ছেলে।
এলাকাবাসী জানায় নিহত মারুফ কুকুরের তাড়া খেয়ে বাড়ির নিকট একটি গাছে গিয়ে ওঠে। এ সময় ভয়ে গাছ থেকে পাশের একটি ঘেরের পানিতে পড়ে ডুবে মারা যায়। মারুফ কলাটুপী হাফিজিখানায় পড়ত।সে তার পিতার বড় ছেলে।
