সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দীর্ঘ ১৬ বছর পর সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ‘২৫) বিকাল সাড়ে ৩টায় তুফান কোম্পানীর মোড়ে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন’র এর নেতৃত্বে সঙ্গীতা মোড় থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, শহর অফিস নুরুন্নবী, প্রকাশনা সম্পাদক আল রাজীব, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, মুহাম্মদ নুর নবী, আল রাজীব হোসেন, আরিফ বিল্লাহ, মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ, শাহনিওয়াজ, আকবর হোসেন, আলামিন হোসেন, মোঃ নাজমুল হোসেন, ওয়ালী উল্লাহ, ইয়াছিন আরাফাতসহ র‍্যালিতে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের কোরাল গ্রাস থেকে মুক্ত হলেও এখনো ফ্যাসিবাদের দোসরা বিভিন্নভাবে ক্রিয়াশীল। পাশের দেশে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রশিবির যেকোনো মূল্যে এই অপতৎপরতা রুখে দেবে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ। এমন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রশিবির প্রতিজ্ঞাবদ্ধ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *