হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ফোরাম এর আহ্বায়ক কমিটি গঠন
হাফিজ আহ্বায়ক বারিক সদস্য সচিব

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ গণের সমন্বয়ে গঠিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ফোরাম এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশের ৬৬ টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয়গণের নিয়ে বুধবার রাত ১০টায় অনলাইনে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যক্ষ ফোরাম এর অধ্যক্ষগনের অনলাইন ভোটে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ হাফিজুর রহমান হাফিজ আহ্বায়ক ও সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারিক সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
তারা নির্বাচিত হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলীসহ নানান শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানান।
