তালায় বিষাক্ত মদ পানে এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরার তালায় অতিরিক্ত অ্যালকোহল (মদ) পান করায় হাফিজুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সে মারা যায়।

তবে মৃত হাফিজুরের স্ত্রীর দাবি তার স্বামী কে মদের সাথে বিষাক্ত কেমিক্যাল খাইয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে স্থানীয় দু’ব্যক্তি।

হাফিজুর রহমান কুষ্টিয়া জেলার জগিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত দ্বিতীয় বিবাহের সুবাদে তালা উপজেলার খলিলনগর এলাকায় বসবাস করে আসছিলেন।

হাফিজুর রহমানের স্ত্রী ফরিদা বেগম জানান, ছাগল ক্রয়ের জন্য বৃহস্পতিবার ৭০ হাজার টাকা লোন তুলে নিয়ে আসে হাফিজুর। ১০ হাজার টাকা খরচ করে। সন্ধ্যায় মিন্টু ও মহিদুলের ফোন পেয়ে ৬০ হাজার টাকা নিয়ে তালা মাছ বাজারে তাদের দেখা করতে আসে। রাত ১২টার দিকে অসুস্থ্য অবস্থায় বাড়িতে ফিরলে তার কাছে ওষুধ কেনার মতো টাকাও ছিলো না।

তার স্ত্রী আরও জানায়, শুক্রবার ভোরে আরও বেশী অসুস্থ হয়ে পড়লে সকাল ৮টার দিকে তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তালা থানার উপ-পরিদর্শক গোলাম আজম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *