ফরিদপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আলমগীর মোল্লা (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের খবর পাওয়া গেছে। এ ঘটনার জেরে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামের দুটি পক্ষ। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এছাড়া ইউপি সদস্যকে হামলার ঘটনায় প্রতিপক্ষের চারটি বসতবাড়ি, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি শান্ত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামেরদী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আলমগীর মোল্যা ও সাবেক ইউপি সদস্য বাবর আলী মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। গত ২৫ ডিসেম্বর তাদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে আজ সকালে আলমগীর মোল্যা মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা যাওয়ার সময় পথে তার গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন, অতর্কিত হামলা চালায়। এসময় তাকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হয়। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গুরুতর আহত ইউপি সদস্যকে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *