সাতক্ষীরায় কৃষকের আ*ত্মহ*ত্যা

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কামারবায়সায় গলায় গামছা পেঁচিয়ে এক কৃষক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধ কৃষকের নাম আব্দুল কাদের(৬০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামের মৃত: সৈয়দ গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কামার বায়সা পূর্বপাড়া মাঠের একটি আম বাগানে গলায় গামছা পেঁচিয়ে এক বৃদ্ধের লাশ ঝুলতে দেখা যায়। পরে এলাকাবাসি বৃদ্ধ কৃষক আব্দুল কাদেরের লাশ বলে শনাক্ত করে।
পারিবারিকভাবে জানা যায়, আত্মহননকারী বৃদ্ধ কৃষক মানষিক রুগী ছিলেন। সে পেশায় ছাগল চরাতো। জানামতে কারর সাথে তার কোন শত্রুতা ছিলনা। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
