ঝিকরগাছায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গুচ্ছগ্রামের পিন্টু (৩০), রুবিনা খাতুন (২৫), রিয়াদ হোসেন (৩২), আনোয়ার হোসেন (৫০), ভুলু (৪০), মিন্টু (৩০), জীবন হোসেন (৩২), পিয়াল হোসেন (২৩), মহসিন আলম (২৮), জীবন শেখ (৩২), ছলেমান (৫৫), হালিম (৪৮) ও হাসান (৩১)। তারা সকলেই মল্লিকপুর গুচ্ছগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার এক মেয়ের সাথে জুয়েল (২৭) নামে এক ছেলের সম্পর্ক তৈরী হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিশ মিমাংসার চেষ্টা করা হয়। এই দ্বন্দ্বের জের ধরে আজ পিন্টু ও পিয়ালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র (হাসুয়া, রামদা, লাঠি) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ১৩ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, মেয়েলি ঘটনা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ করছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *