নিরাপত্তা জোরদারে নতুন বিওপি স্থাপন করল বিজিবি

সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আরো একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে। এটির নাম হয় ‘সুলতানপুর বিওপি।’ 

হিজলদি ও চন্দনপুর বিওপির মধ্যে ১০ কিলোমিটারের বেশি দূরত্ব থাকায় ওই দুই বিওপির মাঝ বরাবর নতুন এই বিওপি স্থাপন করা হয়। 

 

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এর উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক যশোর রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।

পরে তিনি দুঃস্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া স্থানীয়দের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা দেয় বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক ও সহকারী পরিচালক মো. মাসুদ রানা।

 অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরার এই সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে মানুষ পারাপার ও নিষিদ্ধ জিনিস ক্রয়-বিক্রয় হয়ে আসছিলো। এজন্য সরকার এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য আরো একটি বিওপি স্থাপনের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সুলতানপুর বিওপি উদ্বোধন করা হয়েছে এবং তাদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *