সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেকঃ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল

অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর উদ্যোগে দিন ব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা মোজাফ্ফর গাডেনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।
কলারোয়া প্রতিদিন’র সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান ফারুকীর সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক নব অভিযান’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন দৈনিক সোনালি কন্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, কলারোয়া প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান, বার্তা সম্পাদক মোঃ খোরশেদ আলম, মীর রোকনুজ্জামান, মোঃ রেজওয়ান উল্লাহ, সহ-সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, মোর্তজা হাসান, স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান মোস্তাক, শেখ ইকরামুল হক, ফারুক হোসেন রাজ, মোঃ আলফাজ রহমান, জাহিদ হাসান মিঠু, মোঃ হাবিবুল্লাহ, আরাফাত হোসেন আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ধরনের কর্মশালা আয়োজন করায় অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন”কে ধন্যবাদ জানিয়ে কর্মশালার প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এ ধরনের কর্মশালা বেশি বেশি করা দরকার। রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। সংবাদ সাজানো বা উপস্থাপনার ক্ষেত্রে তথ্যের সত্যতা, শব্দ প্রয়োগ এবং বস্তুনিষ্ঠতা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ’র যারা প্রতিনিধিত্ব করছেন তাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব অনেক বেশি। এ দায় শোধ করতে হয় জনগণকে বিভ্রান্ত না করে, সার্বভৌমের ক্ষতি না করে, নিরাপত্তা বিঘ্নিত না করে এবং সত্য প্রতিষ্ঠায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে।’
