কেরালকাতায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কেরালকাতা ইউনিয়ন কর্মী ও সুধী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৬ ফেব্রুয়ারী) ইউনিয়নে জামায়াত অফিসে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেরালকাতা ইউনিয়ন আমির মো.মাস্টার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা আমির সাবেক চেয়ারম্যান মাওঃ কামরুজ্জামান, তিনি বলেন,অবৈধ শেখ হাসিনা সরকারের অবৈধ রায়ে আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম কে দীর্ঘদিন ফাঁসির কনডেম সেলে রাখা হয়েছে।বর্তমান সরকারের কাছে আমরা তাঁর মুক্তি দাবি করছি।
তিনি আরও বলেন এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামী ১৮ ফেব্রয়ারি সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশে সবাই কে হাজির হওয়ার আহবান জানাচ্ছি।
বিশেষ অতিথি ছিলেন,জেলা ইউনিট সদস্য, মাওঃ ওমর আলী,জনাব মাওঃ আব্দুল বারী সাহেব।
আরও উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন নায়েবে আমির মোঃ আব্দুল লতিফ,সাবেক আমির মোঃ আমজাদ হুসাইন, সেক্রেটারি মোঃ ইয়াসিন আরাফাত,, এবং আরো অন্যান্য নেতৃবিন্দু।
