সাতক্ষীরার দেবহাটায় জামায়াতের কর্মী সম্মেলন

সাতক্ষীরার দেবহাটায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি ) বেলা ২টার দিকে গাজির হাট বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম এর সভাপতিত্বে এবং ইকরামুল কবির বকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি, ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি, ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল। সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অলিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান মুকুল, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন প্রমুখ।
