শার্শায় ছিনতাই হওয়া ৮ লাখ টাকা উদ্ধার, আটক ৪

যশোরের শার্শায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। একই সাথে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১টি হাসুয়া ও ১টি বার্মিজ চাকু।

আটককৃতরা হলো, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন ফরহাদ (২৪), একই গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (২৮), শার্শা উপজেলার ইসলামপুরের মৃত বেল্লাল হোসেনের ছেলে রাব্বেল ওরফে রাব্বি (২১), ঝিকরগাছা উপজেলার চান্দেরপুল গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন। তারা চিহ্নিত ছিনতাইকারী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক বিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী।

তিনি জানান, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিডের পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা বিষয়টি দ্রুত পুলিশকে জানালে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে ডিবি পুলিশের সহযোগিতায় আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পালিয়ে যাওয়া অপর দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। এরপর তাদের কাছে রাখা ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *