সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ড গোপিনাথপুরে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।

২০ ফেব্রুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন গোপিনাথপুর সাবেক ওয়ার্ড কাউন্সিলর আকবর আলী সরদার, গোপিনাথপুর যুব কমিটির সদস্য রহমান, মাছুম বিল্লাহ সাগর। সাতক্ষীরা জেলা দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক কবির হোসেন, সাতক্ষীরা দৃষ্টি প্রতিবন্ধী জেলা শাখার কোষাধ্যক্ষ হালিম খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম বাসি।

এসময় বক্তারা বলেন – আমাদের সমাজে দৃষ্টি প্রতিবন্ধীরা অবহিত। তাঁদের নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হবে। তাঁরা যেন সমাজে থেকে পিছিয়ে না যায়। আমাদের দেশের বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু কুরআন শিক্ষার ব্যবস্থা না থাকায় এই শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে যাচ্ছে তাঁরা। তাই কুরআন শিক্ষার জন্য আমরা আজ কলারোয়ায় ৪শতাংশ জমির উপর নির্মিত হয়েছে এই ভবন। জমি দান করেছেন সদর উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা পারভিন আক্তার।

সমাজের বৃত্তবাণদের দৃষ্টি আকর্ষণ করে বলেন – ভবন নির্মাণে প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ হতে পারে। এই খরচ আমাদের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *