কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয় । আল-কুরআন থেকে তেলাওয়াত করেন মীর রাকিবুর রহমান। সাংস্কৃতিক প্রতিযোগিতাটিতে ক, খ ও গ এই তিনটি গ্রুপে কুরআন তেলাওয়াত, নান্দনিক হস্তাক্ষর, চিত্রাংকন, একক অভিনয় এবং দেশাত্ববোধক সঙ্গীত বিষয়ের উপরে কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধীকেরও বেশি প্রতিযোগি অংশগ্রহণ করেন।

পাবলিক ইনস্টিটিউটের সভাপতি এড. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক জিএম. সালাহউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপজেলা রিসোর্স সেন্টার পরিচালক জনাব আবু মুসা। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আলফাকুর রহমান শেলী,বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, সরকারি জি,কে,এম,কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন, শেখ আমানুল্লাহ কলেজের অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, পাবলিক ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, পাবলিক ইনস্টিটিউটের দপ্তর সম্পাদক মাওঃ তৌহিদুর রহমান, পাবলিক ইনস্টিটিউটের উপ-কমিটির সদস্য আলফাজ রহমান, মুরাদ হোসেন, সবুজ রহমান, আনিসুর রহমান পলাশ প্রমুখ।

সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন কুরআন তেলাওয়াতে ক্বারী মোঃ রফিকুল ইসলাম, ক্বারী মোঃ জাহাঙ্গীর আলম, চিত্রাংকন বিষয়ে নাঈম হাসান শাওন, সাইফুল ইসলাম, একক অভিনয়ে প্রভাষক অসিত রায় চৌধুরী, সবুজ রহমান, নান্দনিক হস্তাক্ষর বিষয়ে আধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক রফিকুল ইসলাম এবং দেশাত্ববোধক সঙ্গীত বিষয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বেতার শিল্পী মোঃ নুরুল ইসলাম, মাসুদার রহমান, রূপালী দে, তবলায় গোপাল চন্দ্র।

বিকাল ৫ টায় আলোচনা পর্ব শেষে দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *