ভাষা শহীদদের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি;অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, ভাষা শহীদরা যে চেতনা নিয়ে জীবন দিয়েছিলেন সে চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। এখনো সর্বোচ্চ আদালতের রায় ইংরেজিতে লেখা হয়। গুরুত্বপূর্ণ নিয়োগ গুলো ইংরেজিতে দেওয়া হয়। অনতিবিলম্বে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার করতে হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তালা উপজেলা জামায়াতের উদ্যোগে স্থানীয় ডাকবাংলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর জেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার আফতাব উদ্দিন।
প্রধান অতিথি আরো বলেন, ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আজমকে ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে। রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আমিনুর রহমান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মশিয়ার রহমান ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মহান শহীদ দিবস উপলক্ষে সকাল দশটায় তালা পুরাতন হাইস্কুল মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি তালার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ডাকবাংলোয় গিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
