রাতের ভোটের এসপিদেরও ওএসডি করা হবে – আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এবার ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি লিখেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। যারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন। এ ছাড়াও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে ২২ জন ডিসিকে গত বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
