সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়ায় সাংবাদিক আবুল কাসেম এর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাত ২টা থেকে ৪টার মধ্যে সংঘবদ্ধ চোরেরা বাড়ির প্রধান গেট ভেঙে সাংবাদিকের ব্যবহৃত বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা রিপোর্টার সাংবাদিক আবুল কাসেম জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি সিড়ি ঘরে রেখে দরজা দিয়ে ঘুমাতে যান। ভোররাতে তিনি দরজা খুলতে গেলে বাইরে থেকে ছিটকানি দেওয়া হয়েছে বলে বুঝতে পারেন। পরে প্রতিবেশিরা এসে ছিটকানি খুলে দিলে সিড়ি ঘরে যেয়ে তিনি দেখেন, তার মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *