যশোরে জেলা বিএনপির নতুন সভাপতি সাবু, সম্পাদক খোকন

উৎসব মুখর পরিবেশে যশোর জেলা বিএনপির নেতা নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড, সৈয়দ সাবেরুল হক সাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিজানুর রহমান খান। সভাপতি পদে ১৮টি ব্যালট বাতিল হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলমগীর সিদ্দিকী মিলনায়তনে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬ শ’ ১৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এর মাধ্যমে যশোর জেলা বিএনপির নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম। তার নিকটতম ছিলেন মুনির আহম্মদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু ও কাজী আজম। সাংগঠনিক সম্পাদক পদে ৫টি ব্যালট বাতিল হয়েছে। এছাড়া, সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *