সাতক্ষীরায় ৬ সদস্যের সাইবার এক্সপার্ট টিম গঠন

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির এক সভা সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রিপন বিশ্বাস।

সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, টিটিসির অধ্যক্ষ কে.এম. মিজানুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত সরকার, র‌্যাব-৬ উপ-সহকারী পরিচালক মো. রুহুল আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার মো.আব্দুল হাই সিদ্দিক, কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার হেমেন্দ্র নাথ মন্ডল ও মো. ইমরান হোসেন, কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মো. শামসুর রহমান ও জেলা সাইবার ক্রাইম এলার্ট টিম চেয়ারম্যান শেখ মাহবুবুল হক প্রমুখ।

সভায় আইন প্রশিক্ষণ, মামলার তথ্য সংগ্রহ ও মনিটরিং করা, জেলার ইনোভেটিভ ধারণগুলো একত্রিত করে একটি প্লাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের সকল আইসিটি ও বিজ্ঞান ল্যাব সচল রাখা, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ করা। সাইবার অপরাধ হলে দ্রুত মামলার প্রমাণ সংরক্ষণ করা ও দক্ষ আইসিটি শিক্ষকদের সহায়তা কাজে লাগানো। আইন বাস্তবায়নে শিক্ষার্থীদের তথ্য জানানো। সরকারি অফিসের সকল তথ্য ও ওয়েবসাইটে তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম আপডেট রাখা এবং ভিকটিম সাপোর্টে ঘটনা স্থলে মূভমেন্ট করার জন্য ৬ সদস্যের একটি এক্সপার্ট সাইবার টিম গঠন করা হয়েছে। সভায় উল্লেখিত বিষয়সহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *