হেলাতলায় জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াত ইসলামি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের মাসিক কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) হেলাতলা ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদরাসা ময়দানে এ কর্মী শিক্ষা বৈঠক (TS) অনুষ্ঠিত হয়।
হেলাতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার যোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন কলারোয়া উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি প্রিন্সিপাল আশফাকুর রহমান বিপু।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সাবেক শ্রমিক কল্যাণের সভাপতি আনোয়ারুল ইসলাম।
উক্ত শিক্ষা বৈঠকে দারস প্রদান করেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এবং সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন ইউনিয়নের সেক্রেটারির মাওলানা ইমামুল ইসলাম।
এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো:জাহিদ হাসান, শ্রমিক কল্যাণের সভাপতি মো:শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
